মোঃ আতিক উল্লাহ চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি: গরিব অসহায় মানুষের সুবিধার্থে শাহ আনোয়ার রহঃ ফাউন্ডেশন ও মানবিক ডাক্তার লায়ন হাফিজুর রহমান এর তত্ত্বাবধানে ফ্রি তে খৎনা, নাক কান ফোঁড়ানো চিকিৎসা সেবা প্রধান করা হয়েছে।

আজ বুধবার (২৭ আগস্ট) ইছাপুর ফয়জিয়া বাজারের আমিন মার্কেটস্থ শাহ আনোয়ার মেডিকেল সেন্টারে অনুষ্ঠিত হয় দিনব্যাপী বিনামূল্যে খৎনা ও নাক-কান ফোঁড়ানোর ক্যাম্প। এদিন শতাধিক শিশু এ সেবা গ্রহণ করে। সার্বিক দায়িত্বে ছিলেন চিকিৎসক লায়ন হাফিজুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক মো. আব্দুল হাই মানিক এবং সঞ্চালনায় ছিলেন লায়ন হাফিজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগৃতি সংগঠনের সভাপতি মো. ওসমান। উদ্বোধক ছিলেন হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মো. বোরহান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজানের পূর্বদেশ পত্রিকার প্রতিনিধি ও হালদা টিভির অ্যাডমিন মো. তৈয়বসহ অনেকে।

বক্তারা বলেন, শাহ আনোয়ার (রহ.) ফাউন্ডেশন শুধুমাত্র চিকিৎসা সেবাই নয়, মানবতার এক দৃষ্টান্ত স্থাপন করেছে। বিয়ে, জন্মদিন এমনকি মেজবান অনুষ্ঠান থেকে পাওয়া অর্থ এই ফাউন্ডেশনের মানবিক কাজে ব্যয় করা হয়—যা নিঃসন্দেহে ব্যতিক্রম ও প্রশংসার দাবিদার।

চিকিৎসক লায়ন হাফিজুর রহমান জানান, শুধু পরিবারের সদস্যই নয়, এলাকার অনেক সচ্ছল মানুষও জন্মদিন বা অন্যান্য আনন্দঘন অনুষ্ঠানের টাকা দিয়ে ফাউন্ডেশনের পাশে দাঁড়াচ্ছেন। তিনি আরও জানান, ভবিষ্যতে এ সেবা আরও বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *