
হাফেজ মোঃ আরিফুল ইসলাম, স্ট্যাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাগলারহাট জামতলা এলাকায় পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, মোঃ নূর ইসলামের পুত্র মোঃ রেদোয়ান (৩ নং তিলাই ইউনিয়নের ৬ নং ওয়ার্ড) কোরআন শরীফে লাথি মারে অবমাননা করেছেন।

স্থানীয়রা মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়লে রেদোয়ানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভুরুঙ্গামারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযুক্ত রেদোয়ানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং চিকিৎসা দেওয়া হয়।
পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ বলেন, “ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। প্রমাণের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
বর্তমানে এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশ ও প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে।
