এম আবু হেনা সাগর, ঈদগাঁও :
শিক্ষায় জাতীর মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারেনা। শিক্ষাদীক্ষায় অভাবনীয় সফলতার দ্বারপ্রান্তে পৌঁছালো ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসা। দ্বীনি-জেনারেল শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে মাদ্রাসা শিক্ষা কার্যক্রম। পড়ালেখার পাশাপাশি নামাজের প্রশিক্ষণ ও হাতের লেখা অভ্যাস্ত করা হচ্ছে। স্থানীয় ছাড়াও দূর দূরান্ত থেকে ছাত্র ছাত্রীরা আসে, নওমুসলিম ছাত্র-ছাত্রীরা রয়েছে।
ঈদগাঁও বাজারের দক্ষিণ পাশে নবনির্মিত ঈদগাহ মড়েল হাসপাতাল সংলগ্ন ২০১৫ সালে প্রতিষ্ঠা লাভ করা ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় স্থানীয়দের পাশাপাশি দূরদূরান্তে প্রায় তিন শতাধিকের বেশি ছাত্রছাত্রী রয়েছে। তাদেরকে দশজন অভিজ্ঞ এবং প্রশিক্ষনপ্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান করা হচ্ছে প্রতিনিয়ত। দশ বছরের ব্যবধানে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছেছে মাদ্রাসাটি।
মাদ্রাসায় নূরানী,হেফজ,নাজেরা ও এবতেদায়ী বিভাগে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে শিক্ষাথীরা লেখাপড়া করে যাচ্ছেন। শিক্ষার মান ধরে রেখে সফলতার স্বাক্ষর নিয়ে এগিয়ে যাচ্ছে মাদ্রাসাটি।
দক্ষতার ভিত্তিতে লেখাপড়ায় খুশি অভিভাবক মহল। প্রতিক্ষনে প্রতিমুহুতে তদারকি,ছাত্রছাত্রী দের সাথে কৌশল বিনিময় অব্যাহত রেখেছেন শিক্ষকরা।
ডাক্তার মো:ইউসুফ আলীর সুদক্ষ পরিচালনায় সহযোগী পরিচালক হাফেজ মাওলানা নজরুল ইসলামে আন্তরিক প্রচেষ্টায় মাদ্রাসায় পড়ালেখার মান অনেকটাই এগিয়ে রয়েছে। যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এটি করা সম্ভব।
পটিয়ার তাহফিজুল কুরআন সংস্থার প্রতিযোগিতায় ইক্বরা মাদ্রাসাটি দ্বিতীয় স্থান লাভ করেছেন, নূরানী বিভাগে প্রতিবছর কেন্দ্রীয় সনদ পরীক্ষায় ১৫ জন মেধা তালিকায় স্থান পায়, হুফ্ফাজুল কোরআন সংস্থা বাংলাদেশের হেফজ বিভাগে ছাত্ররা উপজেলা পযার্য়ে ১ম/ ২য় স্থানে উত্তীর্ণ হন। এ অভাবনীয় সফলতার পেছনে শিক্ষকদের পাশাপাশি সহযোগী পরিচালকের ভূমিকা কিন্তু কম নয়।
এ ব্যাপারে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসার সহযোগী পরিচালক হাফেজ মাওলানা নজরুল ইসলাম জানালেন, মাদ্রাসাটি দ্বীনি এবং জেনারেল শিক্ষার সমন্বয়ে, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে শিক্ষা কার্যক্রম। মান ধরে রেখে উপজেলা পযার্য়ে একটি মডেল মাদ্রাসায় রুপায়িত করবো, ইনশাআল্লাহ।