হাফেজ আরিফুল ইসলাম, স্ট্যাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে -এর উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার কলেজ মোড় ইসলামি ব্যাংকের সামনে এ জনসভা শুরু হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল। তিনি বলেন, “একটি দল আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় ফিরিয়ে আনার চক্রান্ত করছে, কিন্তু দেশের জনগণ আর সেই ফাঁদে পা দেবে না।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মুফতি ওমর ফারুক ফারুকী। এ সময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারি মুফতি এস. এম. মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুত্তালিব হোসাইন, ইসলামী যুব আন্দোলন ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মাওলানা মুসলিম উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা রফিকুল হক, ইসলামী যুব আন্দোলন নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি মাওলানা ইয়াসিন আলী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবুল হাসান প্রমুখ।

সভা সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি এইচ. এম. নুরুন্নবী হোসাইন।

বক্তারা বলেন, দেশে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, সুশাসন, ন্যায় ও মানবতার সমাজ গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তাঁরা সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে সকলের প্রতি আহ্বান জানান।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা ও স্মারক প্রদান করা হয়।

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *